HSC subject code and subject list all board on Bangladesh

আমার মতে আমরা সকলে জানি যে, বাংলাদেশর শিক্ষা ব্যবস্থা প্রধানত ৩ [তিনটি] স্থরে/ভাগে বিভিক্ত

এর মধ্যে প্রথমটি হচ্ছেঃ “প্রাথমিক শিক্ষা স্থর”। দ্বিতীয়টি হলোঃ “মাধ্যমিক শিক্ষা স্থর” ও তৃতীয় স্থরটি হলোঃ “উচ্চশিক্ষা স্থর”।

 

HSC subject code



আর এই HSC হলো একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর একটি শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা ব্যবস্থাটি হচ্ছে উচ্চশিক্ষা স্থরের একটি শিক্ষা পদ্ধতি বা ধারা।আমি আপনাকে একটি বিষয় জানিয়ে দিতে চাই যে মাধ্যমিক শিক্ষা স্থরটি আবার দুইটি ভাগে বিভিক্ত রয়ছে এবং এগুলো হলোঃ [1] “মাধ্যমিক শিক্ষা স্থর” এবং [2] “উচ্চমাধ্যমিক শিক্ষা স্থর”।

 

 

আর এই উচ্চমাধ্যমিক শিক্ষা স্থরে কলেজের জীবন থেকে বের হয় বিশ্ব বিদ্যালয় জীবনে যাওয়ার বা উর্তীর্ণ হওয়ার জন্য ছাত্র ছাত্রীদের দ্বাদশ শ্রেণীতে থাকা অবস্থায় একটি চূড়ান্ত পরীক্ষা দিতে হয় যাকে বলা হয় HSC.

 

আর আপনি যদি বিশ্ব বিদ্যালয় যেতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনাকে এই HSC পরীক্ষায় উর্তীর্ণ হতে হবে। আর আপনাকে একটি ভালো গ্রেড বা ভালো রেজাল্ট নিয়ে উর্তীর্ণ হতে হবে কেননা আপনি যদি ভালো গ্রেড না পা তাহলে আপনি বুয়েট কিংবা অন্য ভালো কোন বিশ্ব বিদ্যালয় যেতে পারবেন না।

 

 

আমাদের এই পরীক্ষায় ভালো ভাবে পাশ হওয়ার জন্য লেখাপড়া পারার পাশাপাশি HSC subject code জানা প্রয়োজন কেননা এমনও হতে পারে যে আপনি অনেক ভালো পরীক্ষা দিয়েছেন তবে আপনার বিষয় কোড ভুল থাকার কারণে আপনি ফেল করেছেন।

 

 

আমি আপনাকে HSC পরীক্ষার সকল বিষয়ের নাম ও সকল বিষয় এর কোড সহ পুরো বিষয় জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো।

 

 

HSC পরীক্ষার জন্য বিষয়সমূহঃ

 

বাংলাদেশের জাতীও শিক্ষা পাঠ্যক্রমে HSC পরীক্ষায় তিনটি গ্রুপ রয়ছে এবং প্রত্যেকটির HSC subject code রয়ছে।আর এই HSC তে ভর্তি হওয়ার পূর্বে শিক্ষার্থীদের গ্রুপ নির্বাচন করতে হয়। এই তিনটি গ্রুপ হলোঃ [১] বিজ্ঞান, [২] মানবিক এবং [৩] ব্যবসা শিক্ষা। এই তিনটি গ্রুপেরই জন্য বাধ্যতামূলক বিষয়সমূহ হচ্ছেঃ

 

1. বাংলা [১ম]              2. বাংলা [২য়]      

3. ইংরেজি [১ম]             4. ইংরেজি [২য়]

4. গনিত।                  5. ধর্ম।

 

6. আইসিটি।

 

{বিজ্ঞান } শাখার গ্রুপভিত্তিক বিষয়সমূহ হলোঃ

 

 

1. পদার্থ।                 4. কৃষি।

2. রসায়ন।               5. উচ্চতর গনিত।

3. জীববিজ্ঞান।            6. পরিসংখ্যান           

 

 

মানবিক শাখা এর গ্রুপভিত্তিক বিষয়গুলো হলোঃ

 

1. ইসলামের ইতিহাস              2. নাগরিক ও সুশাসন     

3. অর্থনীতি।                        4. গাহ্স্থ বিজ্ঞান।

5. সামাজিক কাজ।                6. সমাজবিজ্ঞান। 

7. ইতিহাস                          8. যুক্তিবিদ্যা

9. হোম সায়েন্স                  10. কৃষি।

 

 

ব্যবসা শাখা এর গ্রুপভিত্তিক বিষয়গুলো হলোঃ

 

1. অর্থ ও ব্যাংকিং।              2. হিসাব বিজ্ঞান।

3. ব্যবসা প্রতিষ্ঠান এবং AM.     4. উৎপাদন AM এবং মার্কেটিং    

5. অর্থনীতি                          6. পরিসংখ্যান

 

   

 

 

 

HSC subject code বা  HSC পরীক্ষার জন্য বিষয়গুলোর বিষয় কোডঃ

 

 

বিষয়ঃ

বিষয় কোডঃ

১।বাংলা <১ম>

১০১

২।বাংলা <২য়>

১০২

৩।ইংরেজি <১ম>

১০৭

৪।ইংরেজি <২য়>

১০৮

৭।আইসিটি

২৭৫

 

 

বিজ্ঞান বিভাগ:

 

১।পদার্থ

১৭৪

২।রসায়ন

১৭৬

৩।জীববিজ্ঞান

১৭৮

 

 

মানবিক বিভাগ:

 

১।ইসলামের ইতিহাস

২৬৭

২।নাগরিক ও নাগরিকত্ব

২৬৯

৩।অর্থনীতি

১০৯

৪।ইতিহাস

৩০৪

ব্যবসা বিভাগ:

 

১।অর্থ ও ব্যাংকিং

২৯২

২।হিসাব বিজ্ঞান

২৫৩

৩।ব্যবসা প্রতিষ্ঠান এবং AM

২৭৭

৪।উৎপাদন AM এবং মার্কেটিং

২৮৬

৫।অর্থনীতি

১০৯

চতুর্থ বিষয়:

 

১।উচ্চতর গনিত

২৬৫

Previous Post Next Post