JSC subject code and subject list all board on Bangladesh

বাংলাদেশের শিক্ষা বেবস্থা বা পদ্ধতি তিনটি স্তরে বিভক্ত ১.)প্রাথমিক শিক্ষা স্তর ২.)মাধ্যমিক শিক্ষা স্তর এবং ৩.)উচ্চ শিক্ষা স্তর। JSC হলো বাংলাদেশের অষ্টম শ্রেণীর শিক্ষা বেবস্থা এবং এই শিক্ষা বেবস্থাটি হলো মাধ্যমিক শিক্ষা স্তররের একটি শিক্ষা পদ্ধতি।

 

মাধ্যমিক শিক্ষা স্তর দুইটি ভাগে বিভক্ত যথাঃ ১.) মাধ্যমিক শিক্ষা স্তর ২.)উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর। ক্লাস ৬ থেকে শুরু করে ক্লাস ৮ পর্যুন্ত শিক্ষা বেবস্থাকে মাধ্যমিক শিক্ষা স্তর বলে।

 


JSC subject list and subject code


মাধ্যমিক শিক্ষা স্তর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে উর্তীর্ণ হওয়ার জন্য ছাত্রকে অষ্টম শ্রেণীতে থাকা অবস্থায় একটি চূড়ান্ত পরীক্ষা দিতে হয় আর এই পরীক্ষার নাম হলোঃ JSC। আর এই পরীক্ষায় উর্তীর্ণ হওয়ার জন্য JSC subject code জানা অবশ্যই প্রয়জন।

 

কেননা বিষয় কর্ডের একটু ভুলের জন্য প্রতিটি বছর অনেক ছাত্র-ছাত্রী JSC পরীক্ষায় উর্তীর্ণ হতে পারেন না। আজ আমি আপনাকে এই পোস্টে JSC পরীক্ষার সকল বিষয়ের নাম এবং কর্ডসহ তথ্য দেওয়ার চেষ্টা করব।

 

[Note: ২০১৮ সালের পূর্বে JSC পরীক্ষার জন্য ১০ বিষয় নির্ধারণ করা ছিল তবে ২০১৯ সাল থেকে শুরু করে বর্তমান পরজুন্ত JSC পরীক্ষার জন্য ৭ বিষয় নির্ধারণ করা হয়েছে।]

 

JSC পরীক্ষার জন্য বর্তমান বিষয়সমূহঃ


JSC পরীক্ষায় মোট বিষয় সাতটি যথাঃ

 

  1. JSC বাংলা 101
  2. JSC ইংরেজি 107
  3. JSC গণিত 109
  4. JSC বিজ্ঞান 127
  5. JSC ইসলাম 111 / অন্যান্য ধর্ম 111
  6. JSC বাংলাদেশ 150
  7. JSC তথ্য প্রযুক্তি 154

 

২০১৮ সালে থাকা বাতিল হওয়া বিষয়সমূহ যথাঃ

 

  1. JSC শারীরিক শিক্ষা 147
  2. JSC কর্ম এবং জীবন শিক্ষা 155
  3. JSC কৃষি স্টাডিজ 134 বা গার্হস্থ্য বিজ্ঞান 151

 

এগুলো হলো JSC subject code বিষয় সমূহ এবং তাদের বিষয় কর্ড তবে ২০১৮ সাল থেকে বাতিল হওয়া বিষয়সমূহ আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। তাই উপরে থাকা সাতটি বিষয় অনেক ভালোভাবে পড়ুন এবং JSC পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন।

 


শেষ কথা JSC subject code নিয়ে


বলার মতো আর তেমন কিছুই নেই তবে যেটা খুব গুরুত্বপুর্ন কথা সেটি হলো JSC পরীক্ষায় বিষয় কর্ড কোন ভাবে ভুল করা যাবে না। কেননা বিষয় কর্ডের একটু ভুলের কারণে আপনার পরীক্ষা Result বাতিল হয় যেতে পারে।

 

প্রত্যেকটি বিষয় কর্ড ভালোভাবে মনে রাখবেন এবং নিজেকে একটি প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Previous Post Next Post